ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

উদ্ধারকৃত বক-পানকৌড়ির ৫০ বাচ্চার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
উদ্ধারকৃত বক-পানকৌড়ির ৫০ বাচ্চার মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে উদ্ধার হওয়া ২৫০টি বক ও পানকৌড়ি পাখি ও বাচ্চার মধ্যে অর্ধশত বাচ্চার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত গরমের কারণে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাচ্চাগুলো মারা যায়।



এদিকে, শুক্রবার সকালে চরমার্টিন এলাকায় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বেঁচে থাকা প্রায় ২০০ পাখি ও বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

উপজেলার হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, পাখিগুলো বিক্রির সময়ে আটক আবদুলকে আদালতে পাঠানো হয়েছে। তিনি দক্ষিণ চর মার্টিন গ্রামের নুর আমিনের ছেলে।

এরআগে বৃহস্পতিবার বিকেলে তোরাবগঞ্জ বাজারে বিক্রি করার সময় ওই পাখিগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসআর/

** কমলনগরে ২৫০ বক ও পানকৌড়িসহ আটক ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।