ঢাকা: জাতিসংঘের সদস্য ১শ ৪৬টি দেশ বিশ্ব জলবায়ু সমস্যা সমাধানে জাতিসংঘ নির্দেশিত রূপকল্পের ৮৭ ভাগ অনুমোদন করেছে। দেশগুলো জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী, গ্রিন হাউজ ইফেক্টের ফলে ক্ষতিকর গ্যাস নির্গমনের পরিমাণ পর্যায়ক্রমে ৮৭ ভাগ কমিয়ে আনতে সম্মত হয়েছে।
জার্মানির বনে অবস্থিত জাতিসংঘ জলবায়ু সংস্থা (ইউএনএসিসিসি) শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
এতে বলা হয়, ১শ ৯৬ সদস্য দেশের এ সংস্থার কমপক্ষে ৭৫ ভাগ দেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ককে ইতিবাচক হিসেবে নিয়েছে। এর মধ্যে সব উন্নত দেশছাড়া ও ১০৪টি উন্নয়নশীল দেশ অর্ন্তভুক্ত রয়েছে।
জাতিসংঘের এ ফ্রেমওয়ার্কের ৮০ ভাগ জুড়েই রয়েছে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সম্পর্কে নানা কার্যক্রম।
ইউএনএফসিসিসি’র নির্বাহী সচিব ক্রিশ্চিয়ানা ফিগারেস এ বিষয়ে জানান, গত কয়েক মাস ধরে সদস্য দেশগুলো ডিসেম্বরের প্যারিস এগ্রিমেন্টের বিষয়বস্তু হিসেবে তাদের রাষ্ট্রীয় জলবায়ু অ্যাকশন পলিসি জমা দিয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রতিরোধ ব্যবস্থা, অভিযোজন ও ক্রমান্বয়ে ক্ষতির পরিমাণ কমিয়ে আনার উপায় সম্পর্কে তাদের মতামত রয়েছে।
চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে একটি সর্বসম্মত ফ্রেমওয়ার্ক তৈরির কথা রয়েছে। এতে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো অভিন্ন স্বার্থে একজোট হয়ে অংশ নেবে বাকি ১শ ৪৭টি দেশের সঙ্গে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
আরএম/এসএস