বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত থেকে আনা ১৬৯টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের বারোপোতা বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বিজিবি-২৬ এর নায়েব সুবেদার আব্দুর রহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ভারত থেকে আনা কচ্ছপের চালানের খবর পেয়ে তারা বারোপাতা বাজারে অভিযান চালান। বিষয়টি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১৬৯টি কচ্ছপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর