গাজীপুর: গাজীপুরের রিয়াজনগর এলাকায় বিভিন্ন প্রজাতির ৮শ’ মুনিয়া ও টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে বন বিভাগের কর্মকর্তারা এসব পাখি উদ্ধার করেন।
এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আটকেরা হলেন-শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মুজিবুর রহমানের ছেলে নজরুল (৩৮) ও আফাজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০)।
বন বিভাগের কর্মকর্তা ড. তপন কুমার দে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়েছে। এসব পাখির মধ্যে মুনিয়া ৪২০টি ও টিয়া ৩৮০টি রয়েছে।
বিদেশে পাচার করার জন্য পাখিগুলো উত্তরবঙ্গ থেকে ধরে আনা হয়েছিলো। এসব পাখি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
টিআই