বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ১১টি তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে পাচারকারীরা ভারত থেকে কতগুলো তক্ষক নিয়ে বেনাপোল সীমান্ত পথে এপারে প্রবেশ করছে। এ সময় তারা বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালালে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ১১টি তক্ষক উদ্ধার করে যশোর বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটক তক্ষকগুলো শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে যশোর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ