ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

স্কটল্যান্ডে বছরের প্রথম ধূসর সিল

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
স্কটল্যান্ডে বছরের প্রথম ধূসর সিল সিল শাবক / ছবি: সংগৃহীত

ঢাকা: সমুদ্রপাড়ে নুড়ির উপর শুয়ে ছোট্ট সিল শাবক। আদুরে সদ্যজাত সিলটিকে কোনোভাবেই সাধারণ ধূসর সিলের সঙ্গে মেলানো যাচ্ছে না।

তার গায়ের রং হলদে বাদমি। চলতি বছর স্কটল্যান্ডের পূর্ব-উপকূলে জন্ম নেওয়া ধূসর সিলগুলোর মধ্যে এটিই প্রথম।

গত সপ্তাহে এডিনবার্গ ভিত্তিক ফটোগ্রাফার অ্যানা হেনলির ক্যামেরায় ধরা পড়ে এ নবজাতক সিলটি। অ্যানা জানান, শিশু সিলটি তার মায়ের সঙ্গে পাথরের ওপর বিশ্রাম নিচ্ছিলো।

মায়ের অ্যামনিওটিক ফ্লুইডের কারণে নব্যজাত সিলটির ভেজা লোমে হলুদভাব দেখা যাচ্ছে। কিন্তু শুকিয়ে যাওয়ার পর লোমগুলো ঝরঝরে ও সাদা হয়ে যাবে। জানান অ্যানা।

ইতোমধ্যেই নব্যজাত সিলটি ইন্টারনেট জনপ্রিয়তা পেয়েছে।

ধূসর সিল বৃহত্তম প্রজনন সিলের জাত। জন্মের সময় এদের ওজন থাকে ১৪ কেজি।

ধূসর সিলের বেশিরভাগই যুক্তরাজ্যে পাওয়া যায়। বিশ্বের ধূসর সিলের প্রায় অর্ধেকের বসতি ব্রিটিশ উপকূলরেখায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।