ঢাকা: পাচারের সময় রাজধানী ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠের পশ্চিম পাশ থেকে ১৫টি তক্ষক (Gecko) উদ্ধার করে বন বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পুলিশের সহায়তায় তক্ষকগুলো উদ্ধার করা হয়।
বন বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক অসীম মল্লিক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ১৫টি তক্ষককে উদ্ধার করেছি। এগুলো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে ধরা হয়েছে বলে জানতে পেরেছি।
তিনি আরও বলেন, পুরনো বাড়ি দালানে বা গাছের কোটরে তক্ষক বসবাস করে। বিদেশে এদের চাহিদা বেশি থাকায় এক শ্রেণীর অসাধু ব্যক্তি পাচার করেছে আসছে। এর আগের আমরা দেড়শ’ তক্ষকের একটি বড় চালান উদ্ধার করেছিলাম।
এর বাজার মূল্য সম্পর্কে তিনি বলেন, আমরা শুনেছি একেকটি তক্ষক বিদেশে ১ লাখ থেকে ৫ লাখ টাকায় বিক্রির হয়। তবে আমরা এখন পর্যন্ত এমন কাউকেই পাইনি যিনি তক্ষকগুলো ১ লাখ বা তারও বেশি টাকায় বিক্রি করেছেন।
মামলা সম্পর্কে তিনি বলেন, বন আইনে একটি আসামিবিহীন মামলা দায়ের করা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত।
বুধবার (০৪ নভেম্বর) তক্ষকগুলো গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলে জানান এই বন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিবিবি/এএ