ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আশুলিয়ায় ১৫০ কচ্ছপ উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
আশুলিয়ায় ১৫০ কচ্ছপ উদ্ধার, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার নবীনগর থেকে বিরল প্রজাতির আমদানি নিষিদ্ধ ১৫০টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।



সোমবার (০৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে কচ্ছপগুলো উদ্ধার করে।
পুলিশ বাংলানিউজকে জানায়, ভারত থেকে আনা বিরল প্রজাতির ১৫০টি কচ্ছপ বিক্রির উদ্দেশে যশোরের কেশবপুর থেকে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়ী আশুলিয়ায় নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ আটক মাসুম বিল্লাহর বিরুদ্ধে বন ও প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, কচ্ছপগুলো বন ও প্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।