ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু সম্মেলন

বিশ্ব নেতারা প্যারিসে

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বিশ্ব নেতারা প্যারিসে ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের দেড় শতাধিক দেশের নেতারা রোববার ফ্রান্সের রাজধানীর প্যারিসে জাতিংসঘের জলবায়ু বিষয়ক সম্মেলন-২০১৫’তে অংশ নিতে জমায়েত হচ্ছেন।

রোববার (২৯ নভেম্বর) দেশটির নিরাপত্তা সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



সম্মেলনে দীর্ঘমেয়াদি কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে বিশ্ব নেতাদের মধ্যে চুক্তি সইয়ের চেষ্টা চালানো হবে।

পর্যবেক্ষকরা জানান, সম্প্রতি প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জলবায়ু বিষয়ক নতুন চুক্তি সইয়ের সম্ভাবনা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংসহ বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এ সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনটি সোমাবর (৩০ নভেম্বর) শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যেখানে প্রায় ৪০ হাজার মানুষ যোগ দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।