নাটোর: পাখির অভয়াশ্রম গড়ে তোলার লক্ষে নাটোরের সিংড়া উপজেলায় গাছে গাছে কলস বেঁধে নিরাপদ আবাস তৈরির কাজ শুরু করছে একটি সংগঠন।
‘পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম’ এর উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বালুয়া বাসুয়া মহল্লার মোল্লাপাড়ায় পাখির প্রজনন বৃদ্ধির জন্য গাছে গাছে কলস বেঁধে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সহ সভাপতি খান মো. শারফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য আ. আলিম, পরিবেশ কর্মী জুলহাস কায়েম, মোল্লা ফারুক,পলাশ কুজুর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর।