ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কুমিল্লায় ১৮০টি কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কুমিল্লায় ১৮০টি কচ্ছপ উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের বাবুর্চি এলাকায় ঈগল পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ১৮০টি কচ্ছপ উদ্ধার করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

 

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈগল পরিবহনের একটি বাসের পেছনের বক্সে তল্লাশি চালিয়ে চটের বস্তা ভর্তি কচ্ছপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। তবে, কচ্ছপ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।