ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বেনাপোলে ৪৫টি কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ডিসেম্বর ১০, ২০১৫
বেনাপোলে ৪৫টি কচ্ছপ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৫টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের বারোপোতা বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।



বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালীর চরের মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ভারত থেকে আসা কচ্ছপ পাচারকারীদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তায় ৪৫টি জীবিত কচ্ছপ পাওয়া যায়।

২১ ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার কৃষ্ণপদ বাংলানিউজকে জানান, উদ্ধার করা  কচ্ছপগুলো দুপুর ২টায় খুলনা বণ্যপ্রানী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।