ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

অসুস্থ বিরল প্রজাতির ঈগল আপন ঠিকানায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
অসুস্থ বিরল প্রজাতির ঈগল আপন ঠিকানায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের করতোয়া বিলের পাশে পড়ে থাকা মৃতপ্রায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করে দুই যুবক।
 
খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’-এর কর্মীরা মৃতপ্রায় ওই পাখিটিকে একজন প্রাণি চিকিৎসকের কাছে নিয়ে যান।

পরে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওধুষ ও প্রয়োজনীয় খাবার খাওয়ানো হয়। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে ওঠে।
 
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে ওই ঈগলটিকে অবমুক্ত করা হয়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটি আপন ঠিকানায় উড়ে যায়।
 
স্বাধীন জীবন-এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে আরিফুল ইসলাম ও দুলাল হোসেন নামে দুই যুবক মৃতপ্রায় ঈগল পাখিটি উদ্ধার করে।

পরে স্বাধীন জীবনের কর্মীরা খবর পেয়ে পাখিটি তাদের কাছ থেকে এনে প্রাণী চিকিৎসকের কাছে নিয়ে যান। তার ব্যবস্থাপত্র অনুযায়ী ‍ওষুধ, মুরগির কলিজা, মাছসহ বেশ কিছু খাবার খায়ানো হয়। পাশাপাশি পাখিটি উন্মুক্ত পরিবেশে রাখা হয়। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠলে তাকে অবমুক্ত করে দেওয়া হয় বলেও জানান আব্দুর রাজ্জাক।
 
এ সময় সংগঠনের কর্মী শাহাদৎ হোসেন, আব্দুর রাজ্জাক, কানিজ ফাতেমা ও নিভা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।