ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বগুড়ায় উদ্ধার অজগরটি ঠাঁই পেল সাফারি পার্কে

এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বগুড়ায় উদ্ধার অজগরটি ঠাঁই পেল সাফারি পার্কে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বগুড়ায় উদ্ধার হওয়া অজগর সাপটির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে সাপটি হস্তান্তর করে বন বিভাগ।



বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের বনপ্রাণি পরিদর্শক অসীম মল্লিক বাংলানিউজকে বলেন, পরিবেশবাদি সংগঠন বিবিসিএফ, ওয়েস্ট ও বগুড়ার এলাকাবাসির সহযোগিতায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে অজগর সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে বুধবার হস্তান্তর করা হয়।
 
তিনি আরো বলেন, সাপটিকে প্রাথমিক অবস্থায় বঙ্গবন্ধু সাফারি পার্কের নিবির পরিচর্যায় রাখা হয়েছে। কয়েকদিন পর কিছুটা সুস্থ হলে সাপটিকে বন্যপ্রকৃতিতে অবমুক্ত করা হবে।
 
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিবিবি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।