শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণিদের অবমুক্ত করেছেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. ইউনুস আলী।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে প্রাণিগুলো হলো দু’টি মেছো বাঘ, দু’টি সজারু, একটি গন্ধগোকুল, চারটি লজ্জাবতি বানর, একটি বার্মিজ অজগর ও একটি মায়া হরিণ অবমুক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম মনিরুল ইসলাম, মৌলভীবাজার অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির দো, হবিগঞ্জ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদ আলী প্রমুখ।
শুক্রবার শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোডের আবদুল হান্নানের বাড়ি থেকে এগুলো উদ্ধার করে স্থানীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। আরও কিছু পাখি ও প্রাণীকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বিবিবি/এটি