দিনাজপুর: দিনাজপুর জেলার নবাবগঞ্জে দুটি বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৯ জনকে কারগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বিকেলে নবাবগঞ্জ থানা পুলিশ তাদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠায়।
মামলার আসামিরা হলেন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খৈগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে খোকন (৩৯), ফুলবাড়ী উপজেলার দক্ষিণপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাদশা (৩২), সদর উপজেলার সূত্রাপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (৪৫), মাটিডালি এলাকার শেখ আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩৫), গাইবন্ধা শহরের মাস্টারপাড়া গ্রামের কাফুর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩৮), ফুলদিঘি গ্রামের মন্ডলের ছেলে সবুজ (৩২), নবাবগঞ্জ দোমাইল গ্রামের ইয়াকুব আলীর ছেলে আজিজুল (৪২), প্রফেসরপাড়া গ্রামের জমশের আলীর ছেলে নাছির (২৫) এবং জগন্নাথপুর গ্রামের বেলাল (২৭) ।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক আবু সাঈদ সরকার জানান, সোমবার দুপুরে তক্ষক বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। পরে তাদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি