ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

অজগরটি মারলো গ্রামবাসী

এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট, বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
অজগরটি মারলো গ্রামবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি অজগর সাপ। গ্রামবাসী সাপটিকে মেরে ফেলেছে।

খবর পেয়ে মৌলভীবাজারের বন্যপ্রাণি বিভাগ মৃত অজগরটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসে।
 
রোববার (১৭ জানুয়ারি) লাউয়াছড়া রেসকিউ সেন্টার সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার পশ্চিম ভেড়াছড়া এলাকা থেকে মৃত অজগরটি উদ্ধার করা হয়।
 
বন্যপ্রাণি গবেষণা প্রতিষ্ঠান ‘কারিনাম’ এর পর্যবেক্ষণকর্মী স্বপন দাস বাংলানিউজকে বলেন, লাউয়াছড়ার বিট অফিসার রেজাউল করিমের সঙ্গে আমি ভেড়াছড়া এলাকায় গিয়ে অজগর সাপটিকে মৃত অবস্থায় দেখি। সাপটির মাথা ও গলায় অঘাতের চিহ্ন রয়েছে।

সাপটিকে মৃত উদ্ধার করা হয়েছে, গ্রামবাসী এই অজগরটি পিটিয়ে মেরেছে বলেও জানান মৌলভীবাজার রেঞ্জের (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) কর্মকর্তা মো. সাহাব আলী।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বিবিবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।