ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিরল প্রজাতির পাতারি ফুটকি পাখির সন্ধান

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বিরল প্রজাতির পাতারি ফুটকি পাখির সন্ধান

মৌলভীবাজার: এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে বিরল প্রজাতির পাতারি ফুটকি পাখির সন্ধান পাওয়া গিয়েছে। এই পাখিটি দেখতে খুবই ছোট।

শুধু হাকালুকি হাওরে এর অস্তিত্ব মিলেছে।

বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্য মতে, প্রথমবারের মত বাংলাদেশে এ পাখির অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে।  

এর আগে তিনবার তাকে দেখা গেলেও ২০১৫ সালে সন্দেহাতীতভাবে পাতারি ফুটকি থাকার প্রমাণ পাওয়া গেছে।

পাখি বিশেষজ্ঞদের মতে, অপূর্ব এই ক্ষুদে পাখির সঙ্গে যেন পাখির চেয়ে ইঁদুরের মিলই বেশি। এরা ঘাসের শিকড়ের নিচ দিয়ে গিয়ে খাবারের জন্য পোকা শিকার করে। অথচ সে উড়ে আসে আমাদের অঞ্চলে তার মূল নিবাস হিমালয় থেকে। এর ইংরেজি নাম-  (Warbler)|

বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, দেশে শুধু হাকালুকি হাওরেই পাতারি ফুটকি পাখির অস্তিত্ব পাওয়া গেছে।

পাতারি ফুটকি ছাড়াও উল্লেখযোগ্য কিছু পাখির দেখা মেলে হাকালুকি হাওরে আর সেগুলো হলো-তিলা-ঝাড়ফুটকি, পালাসি-ফড়িংফুটকি, বৈকাল-ঝাড়ফুটকি এবং লালচাঁদি-ফুটকি। তবে সবচেয়ে বেশি দেখা যায় মেটে-ফুটকি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।