ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভান্ডারিয়ায় মেছো বাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ভান্ডারিয়ায় মেছো বাঘ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপ‍ুরে মেছো বাঘটিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া এলাকার দেলোয়ার হোসেন নান্নার বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুস উদ্ধার করেন।



জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম বাংলানিউজকে জানান, মেছো বাঘটি বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় দেলোয়ার হোসেনের বাড়িতে হাঁস-মুরগির খাঁচায় ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা মেছো বাঘটিকে আটক করে লাঠিপেটা করে। এ খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে উদ্ধার করে।

পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে এসে মেছো বাঘটিকে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, মেছো বাঘটির বয়স দুই বছর হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।