ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভাণ্ডারিয়ায় ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ভাণ্ডারিয়ায় ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ভাণ্ডারিয়া বাজারে সাপ খেলা দেখানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস সাপটিকে উদ্ধার করেন।



এসময় মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের মো. সিদ্দিক (৫৫) অজগরের খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করছিলেন।

এ প্রসঙ্গে উপজেলা বন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, ভাণ্ডারিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনে এক সাপুড়ে খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করছিলেন-এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাপটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।

রোববার (৩১ জানুয়ারি) সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে, জানান ছিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।