ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পহেলা ফাল্গুনে রমনায় মাধবী উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পহেলা ফাল্গুনে রমনায় মাধবী উৎসব

ঢাকা: পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি, শনিবার) রমনা পার্কের মাধবী চত্বরে মাধবী উৎসবের আয়োজন করেছে প্রকৃতি বিষয়ক সংগঠন তরুপল্লব।
 
এদিন সকাল সাড়ে ৯টায় শুরু হবে এ উৎসব।



অনুষ্ঠানে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপনের জন্য উপস্থিত থাকবেন এনার্জি রেগুলারিটি বোর্ডের চেয়ারম্যান এ আর খান।

উৎসবে উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা, কথাশিল্পী বিপ্রদাশ বড়–য়া, পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক এবং নিসর্গী মোকারম হোসেনসহ তরুপল্লবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রকৃতিপ্রেমীদের মাধবীসহ বসন্তের ফুল ও গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এছাড়া এবার বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় তরুপল্লবের দু’জন সদস্য পাখি বিশেষজ্ঞ শরীফ খান ও শিশুসাহিত্যিক সুজন বড়–য়াকে বিশেষভাবে অভিনন্দন জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।