ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্রীমঙ্গলে টিলা কেটে ঘর তৈরির চেষ্টা

এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
শ্রীমঙ্গলে টিলা কেটে ঘর তৈরির চেষ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলের আশীদ্রোন ইউনিয়নের মহাজিরাবাদ এলাকায় টিলা কেটে ঘর নির্মাণের চেষ্টা করছেন এক প্রভাবশালী ব্যক্তি। তবে স্থানীয়দের প্রতিরোধে বন্ধ রয়েছে কাজ।



সরেজমিনে সোমবার (৭ মার্চ) শ্রীমঙ্গল শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত মহাজিরাবাদ এলাকায় দিয়ে দেখা যায়, রাস্তা সংলগ্ন টিলাটিকে সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে।

ওই টিলার জমির বিক্রেতা সিদ্দিক মিয়া বলেন, চার বছর আগে পাঁচ শতাংশ জমি এক লাখ পচাত্তর হাজার টাকায় ইয়াসিন বক্সের কাছে বিক্রি করে দেই। এখন তিনি টিলা কেটে বসবাসের জন্য ঘর নির্মাণ করছেন।

তিনি আরও বলেন, গাইড ওয়াল না দিয়ে টিলা কাটার ফলে বৃষ্টি হলেই মাটি ধস শুরু হয়। এর ফলে আমার নিজের বসতভিটারও মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই আমি টিলাটি কাটতে নিষেধ করেছি। আপাতত কাজ বন্ধ আছে।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার ইয়াসিন বক্সের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল হক বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আমি খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
বিবিবি/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।