ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বুড়িগঙ্গা নিয়ে ‘আমার নদী’ শীর্ষক চিত্রাঙ্কন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
বুড়িগঙ্গা নিয়ে ‘আমার নদী’ শীর্ষক চিত্রাঙ্কন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব পানি দিবস-২০১৬ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপারের যৌথ উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলাবার (২২ মার্চ) মোহাম্মদপুরের বছিলায় পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘আমার নদী’ শীর্ষক চিত্রাঙ্কনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।



বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষা এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নদীর চিত্র নানা রঙে ফুটিয়ে তোলে।  

এসময় উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, ওয়াটার লপারস বাংলাদেশের মানবেন্দ্র দেব, বুড়িগঙ্গা রিভারকিপারের এ এস এস রেজোয়ান, বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি মানিক বেপারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।