ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

টঙ্গী থেকে ৩১টি পাখি ও বন্যপ্রাণী উদ্ধার

এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
টঙ্গী থেকে ৩১টি পাখি ও বন্যপ্রাণী উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): গাজীপুরের টঙ্গী থেকে ২৯টি পাখি ও ২টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এছাড়া অবৈধভাবে পাখি ও বন্যপ্রাণী আটকে রাখার অভিযোগে টঙ্গী বাজার এলাকার তুহিন বার্ড হাউজের স্বত্বাধিকারী গোলাপ হোসেনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (ৠাব) ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে টঙ্গীবাজার এলাকা থেকে পাখি ও বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিকসহ ৠাব সদস্যরা।

বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত পাখি ও প্রাণিগুলো হচ্ছে- সবুজ টিয়া পাখি ১২টি, ধলা ঘুঘু পাখি ৫টি, মুনিয়া পাখি ৪টি, সবুজ ঘুঘু পাখি ৩টি, তিলা ঘুঘু ২টি, রাজ ঘুঘু ২টি, বানর ২টি এবং মদনা টিয়া ১টি।

এসময় ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরো বলেন, সোমবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কে উদ্ধারকৃত পাখি ও প্রাণীগুলো অবমুক্ত করা হবে।

এ ব্যাপারে বন্যপ্রাণী আইনে (সংরক্ষণ ও নিরাপত্তা) একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।