ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

লাউয়াছড়ায় ফের গাড়ির চাকায় পিষ্ট সাপ

এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ১০, ২০১৬
লাউয়াছড়ায় ফের গাড়ির চাকায় পিষ্ট সাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া সড়কে ফের পিষ্ট হয়েছে সবুজ ফণিমনসা সাপ।
মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় মাগুরছড়া ও বাঘমারা ক্যাম্পের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান বাংলাদেশ পাইথন প্রজেক্টের মাঠকর্মী স্বপন দাস।



বন্যপ্রাণি ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, সবুজ ফণিমনসার ইংরেজি নাম Green Cat Snake এবং বৈজ্ঞানিক নাম Boiga Cyanea। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএন এই প্রজাতিটিকে ‘সংকটাপন্ন’ বলে তালিকাভুক্ত করেছে।

কিছুদিন পরপরই রাস্তা অতিক্রমের সময় দ্রুতগতিতে চলমান গাড়ির চাকায় পিষ্ট হয়ে লাউয়াছড়ায় মারা যাচ্ছে বানর, সাপসহ নানাজাতের বন্যপ্রাণি।  
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও  প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, গত মাসে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃংখলা সভায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে লাউয়াছড়ায় বন্যপ্রাণি মারা যাওয়ার বিষয়টি মৌখিক আলোচনার পর লিখিতভাবে তালিকাভুক্ত করা হয়।
 
তিনি আরও বলেন, লাউয়াছড়ায় গতিরোধক বসানোর ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের আপত্তি থাকলেও লাউয়াছড়ার ওই সড়কে কয়েকটি গতিরোধক বসানোর প্রতি জোর দাবি উত্থাপন করেছেন জেলা প্রসাশক মো. কামরুল হাসান।      
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
বিবিবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।