ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে গোদাগাড়ীতে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২১, ২০১৬
আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে গোদাগাড়ীতে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে শোভাযাত্রা করেছে বেসরকারি সংস্থা বারসিক।

শনিবার (২১ মে) সকালে দিবসটি উপলক্ষে বারসিকের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা, দেশীয় বিলুপ্ত প্রায় ৩০ প্রজাতির শাক-সবজি, ১১৬ প্রজাতির ধান, ফল, ওষুধী গাছ, বিলুপ্ত প্রজাতির মাছসহ দেশীয় ১৯ ধরনের খেলা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।



কর্মসূচিততে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মাহবুর রহমান, গোগ্রাম কলেজের অধ্যক্ষ মাজদার হোসেন, গোগ্রাম ইউনিয়ন পরিষদ সচিব মাজরুল ইসলাম, বারডিকের রাজশাহী এরিয়া সমন্বয়ক জাহিদ আলী ও সহকারী গবেষক ইসমত জেরিন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ২১, ২০১৬
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।