ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম তদন্তে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম তদন্তে কমিটি

হাতিয়া দ্বীপ থেকে: বাংলানিউজে সংবাদ প্রকাশের জেরে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘ দিন ধরে চলা অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০২ জুলাই) বিকেলে উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিম উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করেন ৷

আগামী তিনদিনের মধ্যে তদন্ত শেষ করে কমিটিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার বাংলানিউজটোয়েন্টিফোর ডট.কমে হাতিয়া দ্বীপের একমাত্র সরকারি হাসপাতালের চিকিৎসকদের অনিয়ম ও চিকিৎসা প্রার্থীদের দুর্দশা নিয়ে  'টাকা ছাড়া তারা কাঠের পুতুল' এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় ৷

উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এ প্রতিবেদনটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যেখানে প্রমাণসহ হাসপাতালের অনিয়মের কথা উল্লেখ রয়েছে। হাতিয়ার বিরাট জনগোষ্ঠীর ভরসা এই হাসপাতাল। সেখানে এমন অনিয়ম গ্রহণযোগ্য নয়। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

এমন প্রতিবেদনের মাধ্যমে হাতিয়ার মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনায় বাংলানিউজকে ধন্যবাদ দেন মাহবুব মোর্শেদ।

উপকূলের মানুষদের দুঃখ দুর্দশা তুলে ধরতে উপকূল থেকে উপকূলে ঘুরে বেড়াচ্ছে বাংলানিউজ। তারই ধারাবাহিকতায় হাতিয়ায় রয়েছে বাংলানিউজের একটি টিম।

**টাকা ছাড়া তারা ‘কাঠের পুতুল’

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
ডালিম/জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad