বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে (ন্যাশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর ইমপ্লিমেন্টিং রিও কনভেনশন থট এনভায়রনমেন্ট গভর্ন্যান্স শীর্ষক কর্মশালার আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
তিন বছর মেয়াদি রিও প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০১৮ সালে।
কর্মশালায় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনে যে আন্দোলন শুরু হয়েছে তা অব্যাহত রাখতে হবে।
পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক মো. রাইসুল আলম মন্ডলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিয়োকো ইয়োকোসুকা, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম, রিও প্রকল্প পরিচালক এএস মনিরুজ্জামান খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএম/জেডএস