সোমবার (২২ মে) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে অবমুক্ত করার পর পাখিটি উড়ে চলে যায়।
পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবন এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম বাংলানিউজকে জানান, গত রোববার ( ৭ মে) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে শিকারীদের কাছ থেকে আহত অবস্থায় শামুকখোল পাখিটি উদ্ধার করা হয়।
শেষে পাখিটিকে কালিয়াকৈর গ্রামের মহিষ মাটি বিল এলাকায় অবমুক্ত করা হয়।
এসময় পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবন এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম, কোষাধ্যক্ষ মো. টিটু সরকার, সলংগা অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম, সাবেক শিক্ষক মো. আব্দুল মোত্তালিব, হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন খান, সংগঠনের সদস্য মো. আব্দুল মোমিন, লিমন সরকার, ইমন সরকার, আব্দুর রহমান, মহসীন মণ্ডল, সৈকত মণ্ডল, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমবিএইচ/জেডএম