ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দুর্যোগপূর্ব পরিস্থিতি দেখতে মধ্যরাতে মাঠে জেলা প্রশাসক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
দুর্যোগপূর্ব পরিস্থিতি দেখতে মধ্যরাতে মাঠে জেলা প্রশাসক

চট্টগ্রাম: ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোরা'র দুর্যোগপূর্ব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য মাঠে নেমেছেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

সোমবার (২৯ মে) দিনগত রাত ১২টার পর তিনি নগরীর উপকূলীয় এলাকা ও ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনে বেরিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইসতিয়াক আহমেদ।

বাংলানিউজকে তিনি বলেন,  রাত ১২টার পর জেলা প্রশাসক পতেঙ্গাসহ নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় সংলগ্ন এলাকা পরিদর্শনে বের হয়েছেন।

তিনি প্রথমে পতেঙ্গা ফাযিল মাদ্রাসা সাইক্লোন সেন্টার পরিদর্শন করবেন। এরপর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় যাবেন। - যোগ করেন স্টাফ অফিসার।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
টিএইচ/টিসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।