রোববার (২২ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, আজ দেশের প্রায় সব জায়গাতেই সূর্যের আলো পাওয়া গেছে।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে গত দুইদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বৈরী আবহাওয়ার কারণে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে,২৭২ মিলিমিটার। আর তেঁতুলিয়ায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে হালকা দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসজে/বিএস