বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যে চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও ইএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি চুক্তিতে করেন।
‘ইনহ্যান্সিং অ্যাডাপটেড ক্যাপাসিটিস অব কোস্টাল কমিউনিটিস স্পেশালি উইমেন টু কপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইনডিউচড স্যালাইনিটি' প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৭ লাখ ১৯ হাজার ২২৯ জন নারী সুবিধভোগী হবেন।
প্রকল্পের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণ, পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে জীবনযাত্রা ও জীবিকার পরিবর্তিত ঝুঁকিগুলো চিহ্নিত করা, জলবায়ুর পূর্ব সতর্কতা প্রচারের মাধ্যমে নারীদের সহায়তা, নারীদের বাজারমুখী কাজ ও অর্থায়ন ইস্যু বাড়ানো হবে।
একইসঙ্গে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারী সমাজের উন্নয়নে প্রকল্পটি সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমআইএস/এএ