ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঋতু বদলে বৃষ্টি-শিলাবৃষ্টি, তাপমাত্রাও কমছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ঋতু বদলে বৃষ্টি-শিলাবৃষ্টি, তাপমাত্রাও কমছে ছবি: সংগৃহীত

ঢাকা: শীত মৌসুম বিদায়ের মুহূর্তে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ার পরিবর্তন এসেছে। আকাশ মেঘলাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিতে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। তবে তা স্থায়ী হবে মাত্র দু’তিন দিন।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। তবে দেশের  কোথাও কোথাও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। অনেক স্থানে বজ্রবৃষ্টিও শুরু হয়েছে। তেতুঁলিয়ায় ৫ মিলি, ডিমলায় ৪ মি.লি, সৈয়দপুর ও বগুড়ায় ১ মিলি ছাড়াও রাজশাহী,রংপুর, দিনাজপুরে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দু’এক জায়গায় বিছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় ৫-১০) কি. মি. বেগে হিমেল বাতাস বইতে শুরু করেছে। এতে খানিকটা শীত অনুভূত হচ্ছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সমেয় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান বাংলানিউজকে বলেন, আগামী এক-দু’ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। তবে আবহাওয়ায় এখন বড় ধরনের পরিবর্তন থাকছে না।

তিনি বলেন, দু’দিন আগে শৈত্যপ্রবাহ বিদায় নিলেও বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমে যাবে। তবে দু’দিন পরে আবার বাড়তে থাকবে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৯
এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।