বুধবার (১৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এসব ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এ অভিযানে সহযোগিতা করে।
অভিযানে সুরমা ব্রিকসকে ১১ লাখ টাকা, স্টাইল ব্রিকসকে ১১ লাখ, মেঘনা ব্রিকস-১ ও ২ কে মোট ২০ লাখ, এস এস ব্রিকস-১ ও ২ কে ২২ লাখ, রাজু ব্রিকসকে ১০ লাখ, আশরাফ ব্রিকস-১ কে ১০ লাখ এবং মডার্ন ব্রিকসকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এম এস বি ব্রিকসের গিয়ে কোনো মালিক না থাকায় ও আশরাফ ব্রিকস-২ বন্ধ থাকায় এ দুই ভাটাকে জরিমানা করা হয়নি। তবে কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে।
কাজী তামজীদ আহমেদ বাংলানিউজকে বলেন, ঢাকার বাতাস বায়ু দূষণমুক্ত রাখার নিদের্শ দিয়েছেন হাইকোর্ট। সে লক্ষ্যেই ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআই