ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাতছড়িতে অবমুক্ত হলো ৮টি সাপ ও ১টি বেজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
সাতছড়িতে অবমুক্ত হলো ৮টি সাপ ও ১টি বেজি

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে আটটি সাপ ও একটি বেজি।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে সাপগুলো উপজেলার চান্দপুর বাজার থেকে উদ্ধারের পর জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও বনকর্মীরা উপজেলার চান্দপুর বাজার থেকে তিনটি গোখরা সাপ, তিনটি কাল-নাগিনী, একটি কিং কোবরা ও একটি দারাশ সাপ এবং একটি বেজি উদ্ধার করেন।

এগুলো দিয়ে এক ব্যক্তি খেলা দেখাচ্ছিল। পরে এগুলো সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে অবমুক্ত করা হয়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বন্যপ্রাণী দিয়ে এভাবে খেলা দেখানো নিষিদ্ধ। সংবাদ পেয়ে প্রাণীগুলো উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।