সোমবার (২২ এপ্রিল) দুপুরে সাপগুলো উপজেলার চান্দপুর বাজার থেকে উদ্ধারের পর জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও বনকর্মীরা উপজেলার চান্দপুর বাজার থেকে তিনটি গোখরা সাপ, তিনটি কাল-নাগিনী, একটি কিং কোবরা ও একটি দারাশ সাপ এবং একটি বেজি উদ্ধার করেন।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বন্যপ্রাণী দিয়ে এভাবে খেলা দেখানো নিষিদ্ধ। সংবাদ পেয়ে প্রাণীগুলো উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এসএ/