বৃহস্পতিবার (২ মে) বিকেলে দুর্যোগকালীন অথবা দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির লক্ষ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় জানানো হয়, নগর ভবনের দ্বিতীয় তলায় কন্ট্রোলরুমসহ (কন্ট্রোলরুমের ফোন নম্বর ০৪১-২৮৩২৯৭৭) নগরীর ৩১টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়েও কন্ট্রোলরুম খোলা হয়েছে। সভায় দুর্যোগকালীন যে কোনো প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সভায় কেসিসির জরুরি সেবা কাজে নিয়োজিত বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল, নগরবাসীকে দুর্যোগ বিষয়ে সচেতন করার জন্য মাইকিং, স্কুল-কলেজের ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা, মেডিকেল টিম গঠন, অ্যাম্বুলেন্স-ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাকর্মে নিয়োজিত বিভাগগুলিকে প্রস্তুত রাখা, স্লুইচ গেটগুলোতে দায়িত্বে নিয়োজিতদের সতর্ক থাকা, জরুরি ত্রাণসামগ্রী ও শুকনো খাবার প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সিটি মেয়র দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
কেসিসির প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, এমডি মাহফুজুর রহমান লিটন, গোলাম মওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আজিজ সহ কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশসময়: ২০১৮ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমআরএম/এএ