ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গণপূর্ত মন্ত্রণালয়ের ১৯ জেলার কর্মচারীদের ছুটি বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, মে ৩, ২০১৯
গণপূর্ত মন্ত্রণালয়ের ১৯ জেলার কর্মচারীদের ছুটি বাতিল ...

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা ১৯ জেলার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

উপকূলবর্তী ১৯ জেলায় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দপ্তর, বিভাগ এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারী এই আদেশের আওতাভুক্ত হবেন।

বৃহস্পতিবার (২ মে) মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত এই ১৯ টি জেলা হচ্ছে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ফেনী, ঝালকাঠি, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ। কর্মকর্তাদের নৈমিত্তিক, সাপ্তাহিক এবং গেজেটেড সব ধরনের ছুটিই বাতিল করা হয়েছে।

একইসাথে উক্ত কর্মকর্তা-কর্মচারীগণকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনকে আসন্ন ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, মে ০৩,২০১৯
এসএইচএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।