পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার ঘূর্ণিঝড় ফণী’র কারণে সৃষ্ট সম্ভাব্য অতিবৃষ্টি ও আগাম বন্যার বিষয়ে উপকূলীয় ১৯ ও হাওরাঞ্চলের ৬ জেলার (কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রশাসন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জেলা পানি সম্পদ বাস্তবায়ন কমিটিকে সার্বিক প্রস্তুতির জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সম্ভাব্য দুর্যোগে যাতে মানুষের দুর্ভোগ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ফণীর কারণে পানি সম্পদ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। জনগণকে মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থার সহযোগিতা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি কোনো কর্মকর্তা-কর্মচারী যথাযথ ও এখতিয়ারভূক্ত প্রয়োজনীয় সহযোগিতা করতে ব্যর্থ হলে তার/তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১৯
আরএম/এমএমএস