বুধবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিক থেকেই রাজধানীর বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হওয়ার খবর মিলেছে। মিরপুরে সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, নোয়াখালী, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বাংলানিউজকে বলেন, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দিকে মঙ্গলবার থেকেই একটু বৃষ্টি হচ্ছে।
রাজশাহী, রংপুর, ময়মনসিংহসহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বুধবার বৃষ্টিপাত হতে পারে।
৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের কার্যশক্তি বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমআইএইচ/এএ