শনিবার (২০ জুলাই) দুপুরে নগরের আলীয়া মাদরাসা মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার আয়োজন করে। অনুষ্ঠানে সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের ৭৭ লাখ টাকার চেক ও সহস্রাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সিলেট রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের বিভাগীয় বন সংরক্ষক এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনইউ/এইচএডি