ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাজশাহীর পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
রাজশাহীর পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীর তীরে লালন শাহ পার্কে সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সিটি করপোরেশন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

খায়রুজ্জামান লিটন বলেন, মানবজাতি, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী বৃক্ষরোপণের আন্দোলন হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে গাছ লাগানো সহজ হলেও, তা রক্ষা করা কঠিন হয়। এজন্য স্থানীয় এলাকাবাসীকে সচেতন হতে হবে। তাদেরকেই গাছগুলো রক্ষা করতে হবে। এ সময় মেয়র সিটি করপোরেশনের গাছ পরিচর্যাকারীদেরও সতর্ক হওয়ার নির্দেশ দেন।

রাসিক মেয়র বলেন, পদ্মা নদীর তীরে যে গাছগুলো লাগানো হচ্ছে, পরবর্তীতে এটি সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। উষ্ণ মৌসুমে তাপ, ঝড় মৌসুমে নদীর চরের বালু শহরে প্রবেশের ক্ষেত্রে বাধা হবে গাছগুলো। এতে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, করপোরেশেনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ব্র্যাকের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ফারজানা পারভীন উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহী সিটি করপোরেশন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপন করা হচ্ছে। গাছগুলোর মধ্যে মেহেগুনি, কড়ই, নাড়িকেল, আম, রাজকড়ই, নিম, অর্জুন, হরতকি, জাম্বুরাসহ বিভিন্ন গাছ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।