বর্ষা বিদায় নেওয়ার লগ্নে গত সপ্তাহের শেষে দিকে সার্বিক তাপমাত্রা কিছুটা কমে আসলেও, গত কয়েকদিন ধরে রাতেও অনুভূত হচ্ছে গরম।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বাতাসের আদ্রতার পরিমাণ ৬৩ শতাংশ। বৃহস্পতিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে।
রোবাবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সর্বনিন্ম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ২২ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায়, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ইইউডি/এনটি