বুধবার (২৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, ওই দুই কারখানাকে দ্রুত ইটিপি নির্মাণ করে কারখানার কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রাজ্জাক ও আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএস/এইচজে