শুক্রবার নীলফামারীতে তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
বৃষ্টির কারণে দিনমজুর মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে দেখা যায়। অনেকে কাজে বের হতে পারেননি। যারা বেড়িয়েছেন তারা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বয়োজ্যেষ্ঠ চেতনা বর্মন (১০০) জানান, আশ্বিন-কার্তিকের এ ঝড়ো হাওয়াকে কায়তা সাঁতাও বলা হয়। এ ধরনের দুর্যোগের কারণে তাপমাত্রা হু হু করে নামতে থাকে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএ