টানা বৃষ্টিতে স্টেডিয়ামের মাঠজুড়ে পানি জমেছে। ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে।
এদিকে প্রবল বর্ষণের কারণে নগরের বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হতে পারেনি। ফলে সারাদিনই নগরের রাস্তা-ঘাট ছিল ফাঁকা। যান চলাচলও ছিল কম। ফলে গণপরিবহনগুলোতে যাত্রীসংখ্যা তেমন ছিল। অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল অব্যাহত থাকলেও যানগুলোতে যাত্রীর উপস্থিতি কম ছিল। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে বরিশালে শুরু হয় টানা বর্ষণ। যা বৃষ্টি শুক্রবার দিনগত রাত থেকে থেমে হচ্ছে এখনো নামছে।
বরিশাল আবহাওয়া কার্যালয় পর্যবেক্ষক শওকত জাহান গাজী বাংলানিউজকে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।
শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে, বাতাসের তেমন বেগ ছিল না। এছাড়া আগামী দু’একদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএস/এএটি