আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সারাদেশের মধ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এবং বুধবার (৬ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ডিসেম্বর থেকে পুরোপুরিভাবে এই শীত নামতে পারে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এনটি