ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

দুর্যোগ মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয় খুলেছে কন্ট্রোল রুম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
দুর্যোগ মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয় খুলেছে কন্ট্রোল রুম ঘূর্ণিঝড় ‘বুলবুল’

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবিলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় শনিবার (৯ নভেম্বর) সচিবালয়ে একটি অস্থায়ী ‘কন্ট্রোল রুম’ খুলেছে।

কন্ট্রোল রুমের অবস্থান মন্ত্রণালয়ের ৮০১ (ক) নম্বর কক্ষ। কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২-৯৫৪৬০৭২।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়  ও এর অধীনস্থ দপ্তরগুলোর সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সব ধরনের কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।