ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চিড়িয়াখানায় বন্যপরিবেশ, বেড়েছে প্রাণীদের চঞ্চলতা

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
চিড়িয়াখানায় বন্যপরিবেশ, বেড়েছে প্রাণীদের চঞ্চলতা বাঘ। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রতিষ্ঠার পর সবচেয়ে ভালো সময় পার করছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার পশুপাখিরা। করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় চিড়িয়াখানার ভেতরেও তৈরি হয়েছে অন্যরকম বন্যপরিবেশ। প্রাণীদের হাঁকডাকে মনে হচ্ছে যেন কোনো গহিন বন।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২০ মার্চ থেকে চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়। এক মাস ৫ দিনে এতে ১ কোটি টাকার ওপরে রাজস্ব হারিয়েছে সরকার।

বর্তমানে ৯ কোটি ২০ লাখ টাকায় ইজারা দেওয়া চিড়িয়াখানা। কর ও রাজস্ব মিলিয়ে সরকারি কোষাগারে বছরে যায় ১২ কোটি টাকা য়ায়।

তবে এক মাসের ওপর বন্ধ থাকায় সরকার কোটি টাকার ওপরে রাজস্ব হারালো।   সামনে যত দিন যাবে ততই লোকসান বাড়বে।

সরকারের রাজস্ব হারালেও প্রাণীরা যে পরিবেশ উপভোগ করছে তার মূল্যও নেহায়েত কম নয়।

চিড়িয়াখানায় গড়ে মাসে ১০ হাজার দর্শনার্থী প্রবেশ করে। তবে ঈদসহ অন্য উৎসবে সেটা হয়ে যায় দৈনিক ৫০ থেকে ৬০ হাজার। টিকিটের মূল্য ৫০ টাকা। চিড়িয়াখানায় বসে আছে হরিণ।  ছবি: বাংলানিউজজাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, লকডাউনে প্রাণীরা অনেক ভালো আছে।  চিড়িয়াখানায় মানুষের প্রবেশ বন্ধ থাকায় পশুপাখির চঞ্চলতা বেড়েছে।   সবাই পেট ভরে খাবার খাচ্ছে আর নিজেদের ইচ্ছামতো সময় পার করছে। কেউ তাদের বিরক্ত করছে না। মনে হচ্ছে বন্যপ্রাণীরা বনের মধ্যেই রয়েছে। আমার চাকরি জীবনে চিড়িয়াখানায় এমন পরিবেশ দেখিনি।

তিনি আরো বলেন, সবাই পশুপাখির যত্ন নিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ পাওয়ায় প্রাণীদের বাচ্চাগুলোও ভালো আছে। নতুন করে প্রজনন হারও বেড়েছে চিড়িয়াখানায় বন্যপরিবেশ থাকায়। তবে সরকার মাসে এক কোটি টাকা রাজস্ব হারিয়েছে।          

চিড়িয়াখানা সূত্র জানায়, পশুপাখির সেবায় চিড়িয়াখানায় ১২ জন কর্মকর্তা, ১৫০ জন কর্মচারী ও পাঁচজন ডাক্তার ২৪ ঘণ্টায় চার ধাপে দায়িত্ব পালন করছেন।

বন্যপরিবেশের ফলে জিরাফ, জেব্রা, হরিণ, বানর, ইমু পাখি, বাঘ, হাতিসহ অনেক প্রাণীর প্রজনন হার বেড়েছে। চিড়িয়াখানার প্রাণী।  জানা যায়, ১৯৭৪ সালে ১৮৬ একর জায়গা ওপর গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় এই মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।   এখানে ১৯১ প্রজাতির মোট ২ হাজার ১৫০ প্রাণী রয়েছে। নতুন করে চিতাবাঘ যোগ হয়েছে। এখানে মাংসাশী আট প্রজাতির ৩৮টি প্রাণী, ১৯ প্রজাতির বৃহৎ প্রাণী (তৃণভোজী) ২৭১টি, ১৮ প্রজাতির ক্ষুদ্র স্তন্যপায়ী ১৯৮টি প্রাণী রয়েছে।

এছাড়াও রয়েছে ১০ প্রজাতির সরীসৃপ ৭২টি, ৫৬ প্রজাতির ১ হাজার ১৬২টি পাখি, অ্যাকুরিয়ামে রক্ষিত ১৩৬ প্রজাতির ২ হাজার ৬২৭টি মৎস্য। সব মিলিয়ে রয়েছে ১৩৭টি পশুপাখির খাঁচা।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।