বুধবার (১৩ মে) দুপুরের পর হঠাৎ করেই মেঘ জমে বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতের সঙ্গে বইতে শুরু করে ঝড়ো হাওয়াও।
এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে- রংপুর, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা পর্যন্ত ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী অঞ্চলের কিছু কিছু জায়গার ওপর দিয়েও বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় খুলনা, বরিশালসহ কিছু কিছু জায়গার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৩, ২০২০
ইইউডি/এএ