ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নওগাঁয় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
নওগাঁয় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

নওগাঁ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে নওগাঁয় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

উদ্বোধন শেষ পুলিশ সুপার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নওগাঁয় ১৫শ পুলিশের পক্ষ থেকে ১৫ হাজার বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে নওগাঁর ১১টি থানা, পুলিশ ফাঁড়ি এবং বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সুরাইয়াসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।